• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

পণ্যবতী পুণ্যবতীরা

You are here: Home / ধর্মকারী / পণ্যবতী পুণ্যবতীরা
June 14, 2016
লিখেছেন নাস্তিক ফিনিক্স
‘ধর্মকারী’-তে কিছুদিন আগে একটা কার্টুন প্রকাশিত হয়েছে, নাম ‘হন্য হয়ে পণ্য কেনার বন্য প্রথা রমজানে‘, যেখানে দেখা যাচ্ছে, এক মমিনা প্রচুর কেনাকাটা করেছে। 
এই কার্টুনটা আমার জীবনের প্রাত্যহিক একটা অভিজ্ঞতা সম্পর্কে লিখতে উৎসাহিত করলো।
একটা বিশেষ কারণে আমি প্রায় প্রতিদিনই কলকাতার ধর্মতলা, নিউ মার্কেট ও হগ মার্কেটের সামনে দিয়ে যাওয়া-আসা করি এবং বিকেলে আড্ডাও মারি। এই পুরো অঞ্চলে প্রচুর পরিমাণে মুসলমান পরিবারের বাস এবং আরও আশ্চর্যের ব্যাপার হল, এইসব বাড়ির মমিনারা আপাদমস্তক বস্তা-মোড়া হয়ে দিবা-রাত্র ধর্মতলা চত্বরে কেনাকাটা করে চলেছেন। 
সেটা সত্যিই দেখার মত জিনিস।
রাস্তায় বসা সাজগোজের দোকানেই দেখুন বা সামনের ‘City Mart’-এ, বস্তা-পরিহিতারা যেরকম বাহারি সাজগোজের জিনিসপত্র থেকে শুরু করে বাহারি পোশাক সারা বছর ধরে কিনছে, তাতে ‘মডেল’-রাও ভিরমি খাবে।
একমাত্র দুর্গা পুজোর একমাস বাদ দিলে সারা বছর এই ধর্মতলা অঞ্চলের সমস্ত সাজগোজের দোকান বস্তা-পরিহিতাদের কারণেই করে-কর্মে খাচ্ছে। রমজান মাস তো বাদই দিলাম। 
মাঝে মাঝে ভাবি, এরা এইসব কখন পরে? আদৌ পরে? নাকি আলমারি সাজায়?
আজকালকার দিনে বাংলা সিরিয়ালে দেখা যায়, বাড়ির মধ্যে সবাই সারাক্ষণ সেজেগুজে দামি দামি সব পোশাক পরে আছে। মমিনারা কি তাদেরই নকল করছে?
Category: ধর্মকারীTag: কার্টুন, বোরখা, মিতকথন, রচনা, হিজাব
Previous Post: « দ্বীনবানের দীন বাণী – ৪২
Next Post: গরুপূজারি গাধাগুলো – ১৫৪ »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top