• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

সহিত্ব

You are here: Home / সহিত্ব
October 27, 2016

সেই সময়টার কথা মনে আছে–ওই যে অনেকে সহিহ নাস্তিকতার ছবক দিতে আইত?–ওভাবে নয়, সেভাবে নয়, এভাবে হবে। অমুকের লেখালেখি সহিহ না, তমুকে ভক্ত অন্ধ পূজারী উগ্র দালাল খারাপ লুইচ্চা বেশ্যা খাঙ্কি মাগি পতিতা–এই বালছাল ট্যাগ দেয়া আর পিছে লাগা ছাড়া এদের আর কিছু করতে দেখলাম না। এমন ভাব নেয় যেন এরাই কোনো বিষয়ের সোল এজেন্ট হইয়া বইসা আছে! নিজেদের বাস্তব লাইফে পরিচিত গণ্ডির কিছু বন্ধবান্ধব ছাড়া আর কেউ সোদে নাই সেগুলারে। শেষে নিজেরা নিজেরা সিক্রেট গ্রুপ বানাইয়া পুন্দাপুন্দি সোদাইছে, সোদাইতেছে, আর তলে তলে কার কোন পোস্ট, কার আইডি রিপোর্ট করতে হবে–সেইসব ফন্দিফিকির…।

ইদানিং তাদেরই বংশধরেরা আবার হাজির–আসছে যে কোনো লেখার সহিহ বিষয়ক ছবক দিতে। সেগুলারেও সিটিএন। এরা নিজেদের গ্রুপের মধ্যে গিয়া আবার পুন্দাপুন্দি সোদাক। অভিজ্ঞতা থিকা যা ইচ্ছা লিখি–এইটা নারীবাদ নাকি মানববাদ, নাকি নাস্তিকতা, নাকি আস্তিকতা–কোন ক্যাটাগরিতে পড়ে–এই *লছাল হিসাব করার টাইম নাই।

কথা হইলো গিয়া–কেউ কারো ক্ষতি করার উস্কানি না দিয়া নিজের অভিজ্ঞতা থেকে নিজের লেখার ক্ষমতা/অক্ষমতার মধ্যে থেকে যা ইচ্ছা তাই বলতে বা লিখতে বা করতে পারার অধিকার রাখে–এই বিষয়ে আপত্তি থাকলে আগে-ভাগে হাত তোলেন।…

আমার যা ইচ্ছা তাই লিখুম। এইটা স্কুল-কলেজের রচনা লেখা না যে ভালো নাম্বার পাওয়ার জন্য লেখাটা আপনার বাইন্ধা দেয়া বিষয়ে আপনার পছন্দ মত হইতে হবে। লেখায় ব্যাকরণগত, তথ্যগত, মানগত ভুল থাকতেই পারে। কারো কথা বা লেখা ভালো না লাগলে সমালোচনা করেন, লেখার জবাব লেখা দিয়া দেন। নাইলে কেউ কিছু লিখতে পারবে না বা বাক স্বাধীনতার কোনো লিমিট যে সোদনায় বাইন্ধা দিতে আসবে, সেই সোদনারেই কইষ্যা সিটিএন।

[ওহে হা*য়ার বাচ্চা, এই লেখাও পছন্দ হয় নাই তোমার, তাই না? যাও নিজেদের সিক্রেট গ্রুপে গিয়া ফিডার চুষো, আর বাপমাভাইব্রাদার নিয়া আসো পোস্ট আর আইডিতে রিপোর্ট মারার লাইগা…]

Previous Post: « নিমো হুজুরের খুতবা – ৬
Next Post: পাল্লার পুরুষত্ব »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top