• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

“গোঁড়া” নাস্তিকেরা

You are here: Home / “গোঁড়া” নাস্তিকেরা
August 5, 2015
একটি অলীক শব্দবন্ধের ব্যবহার লক্ষ্য করা যায় প্রায়ই: “গোঁড়া নাস্তিক”।
ব্যবহারকারীরা নাস্তিক-এর সংজ্ঞাটি সঠিকভাবে জানেন কি? জানলে বুঝতে পারতেন, “গোঁড়া” শব্দটির সঙ্গে “নাস্তিক”-এর সহাবস্থান অর্থগতভাবে অসম্ভব।
তাকেই নাস্তিক বলা হয়, যে-ব্যক্তি একেবারে কোনও ধরনের প্রমাণ না থাকার কারণে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষীয় দাবিতে অনাস্থা জ্ঞাপন করে। এর বেশি কিছু নয়। এখন কেউ কি আমাকে বুঝিয়ে বলবেন, যুক্তি-তথ্য-প্রমাণহীন দাবিতে অবিশ্বাস প্রকাশের ভেতরে গোঁড়ামির স্থানটি কোথায়?
গোঁড়ামি কাকে বলে? প্রকট প্রমাণ, জুতসই যুক্তি, তর্কাতীত তথ্য উপেক্ষা করে (“বুঝি, কিন্তু মানি না” ধরনের) ভিত্তিহীন বিশ্বাস আঁকড়ে ধরে থাকাটাই কিন্তু গোঁড়ামি। অতএব ভুয়া ও ভিত্তি-প্রমাণহীন দাবিকে দৃঢ়ভাবে অস্বীকৃতি জানানোয় গোঁড়ামির গ-ও নেই।
যদি কখনও ঈশ্বরের অস্তিত্বের অকাট্য প্রমাণ পাওয়া যায়, এবং তারপরেও যদি এই ধরাধামে থেকে থাকে কোনও নাস্তিক, যে তার মত পরিবর্তনে ঘোর অনীহ, শুধু তখনই তাকে “গোঁড়া নাস্তিক” বলা যাবে, তার আগে নয়। কোনওমতেই।

* প্রাসঙ্গিক পাঠ: জঙ্গি নাস্তিক

(৫.১.১১ তারিখে প্রথম প্রকাশিত)

Tag: মিতকথন, রচনা
Previous Post: « কোরান কুইজ – ৭০
Next Post: পদ্ধতি, কৈফিয়ত ও প্রতিকার »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top