• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

ধর্মাতুল কৌতুকিম – ৫৬

You are here: Home / ধর্মাতুল কৌতুকিম – ৫৬
March 20, 2014

১৬০.

জাহাজ ডুবছে। সব যাত্রীকে সমবেত করে ক্যাপ্টেন জিজ্ঞেস করলেন:
– আপনাদের মধ্যে পাদ্রী-বিশপ-প্যাস্টর আছেন কেউ?
নীরবতা।
– অন্তত প্রার্থনা জানেন, এমন কেউ আছেন?
তবু নীরবতা।
মরিয়া ক্যাপ্টেন তখন মাথা থেকে হ্যাট খুলে উল্টো করে ধরে বললেন:
– যে যার মতো সাহায্য করুন। সংগৃহীত অর্থ দিয়ে একটি চার্চ নির্মাণ করা হবে। মৃত্যুর আগে অন্তত ভালো একটি কাজ করা দরকার, কী বলেন?
১৬১. 
মুসলিম মিউজিক ব্যান্ড Bomb Jovi-র সর্বশেষ সিঙ্গল – Living on a Prayer Mat. 
১৬২.
তরুণী: ফাদার, আমি পাপ করেছি।
যাজক: কী করেছো তুমি?
তরুণী: এক লোককে ‘কুত্তার বাচ্চা’ বলেছি।
যাজক: তাকে ‘কুত্তার বাচ্চা’ বলেছো কেন?
তরুণী: কারণ সে আমার হাত ধরেছিল।
যাজক: এভাবে? (তরুণীর হাত ধরলো সে)
তরুণী: হ্যাঁ, ফাদার।
যাজক: এ কারণে তাকে ‘কুত্তার বাচ্চা’ বলাটা ঠিক হয়নি।
তরুণী: তারপর সে আমার বুকে হাত দিয়েছিল। 
যাজক: এভাবে? (তরুণীর বুকে হাত রাখলো সে)
তরুণী: হ্যাঁ, ফাদার।
যাজক: এ কারণে তাকে ‘কুত্তার বাচ্চা’ বলাটা ঠিক হয়নি।
তরুণী: তারপর সে আমার কাপড় খুলে ফেলেছিল, ফাদার।
যাজক: এভাবে? (তরুণীর কাপড় খুলে ফেললো সে)
তরুণী: হ্যাঁ, ফাদার।
যাজক: এ কারণে তাকে ‘কুত্তার বাচ্চা’ বলাটা ঠিক হয়নি।
তরুণী: এর পরে সে তার ইয়েটা আমার ইয়েতে ইয়ে করেছিল।
যাজক: এভাবে? (সে তার ইয়েটা তরুণীর ইয়েতে ইয়ে করলো)
তরুণী: হ্যাঁ, ফাদার! হ্যাঁ, ফাদার! হ্যাঁ, ফাদার! 
যাজক: (কয়েক মিনিট পরে) এ কারণে তাকে ‘কুত্তার বাচ্চা’ বলাটা ঠিক হয়নি।
তরুণী: কিন্তু, ফাদার, তার তো এইডস ছিলো।
যাজক: শালা কুত্তার বাচ্চা!
Tag: কৌতুক
Previous Post: « তালিবানের রকমফের
Next Post: নিত্য নবীরে স্মরি – ১২১ »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top