• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

ইসরায়েল-প্যালেস্টাইন সমস্যার মূলে রাজনীতি নাকি ধর্ম

You are here: Home / চুতরাপাতা / ইসরায়েল-প্যালেস্টাইন সমস্যার মূলে রাজনীতি নাকি ধর্ম
July 14, 2014

ইহুদিদের হত্যা করা জায়েজ–এই কথাটা বলতে এসে এক মমিন এই হাদিসটা কমেন্ট আকারে পোস্ট করে গেছিল। কিন্তু রেফারেন্সটা জুতসই না হওয়াতে হাদিসের ব্যাপারে পাত্তা না দিলেও তাকে জুতসই একটা উত্তর দিয়েছিলাম। পরে গিয়ে দেখি কমেন্ট মুছে ভাগছে। তখন মনে হলো মমিন বুঝতে পারছে যে সে ধরা খাইছে। হাদিসটা আবার খুঁজলাম। পেয়ে গেলাম। ১০০% সহিহ, মুসলিম হাদিস। দেখা যাক–

কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কিয়ামত কায়িম হবে না যতক্ষন পর্যন্ত মুসলমানগন ইয়াহুদী সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে। ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন প্রস্তর বা বৃক্ষ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা! এই তো ইয়াহুদী আমার পশ্চাতে। এসো, তাকে হত্যা কর। কিন্তু –গারকাদ নামক বৃক্ষ এ কথা বলবে না। কারণ এ হচ্ছে ইয়াহুদীদের বৃক্ষ। –সহীহ মুসলিম # ৭০৭৫

ইহুদিবিদ্বেষে পরিপূর্ণ এরকম আরো অনেক শান্তির বাণী ইসলামের কিতাবে ভর্তি। সেগুলো আপাতত টানছি না, কেননা যা বলার সেটা এই হাদিসেই সপ্ত আসমানের উপর উপবিষ্ট আল্যার আরশের মত স্পষ্ট দেখা যাচ্ছে, অর্থাত–
— ইহুদিদের সাথে মুসলমানদের লড়াইয়ে নামতে হবে। তবেই কেয়ামত শুরু হবে।
— মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে।

বর্তমানে বিশ্বের সমস্ত মুসলমান ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধাংদেহি মনোভাবে আছে। তারা যুদ্ধে নামবে, ইহুদিদের হত্যা করবে। এই পর্যন্ত ইসলাম ধর্ম মতে ঠিক আছে। অর্থাৎ ইসলাম ধর্ম নিজেই মুসলমানদেরকে ইহুদিদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে তাদের হত্যা করতে, এবং সেটা কোনো কারণ ছাড়াই। এইবার মুসলমানরা যদি মনে করে, শুধু তারাই ইহুদিদের মারবে, হত্যা করবে আর ইহুদিরা মুসলমানদের এত সাধের কেয়ামতের স্বাদ জন্মের মত মিটাইয়া দেবে না, তাহলে এগুলারে বকরি বলাটা কি পাল্লার পক্ষে দোষের কিছু হবে?

এবার আরেকটা ইনফো মনে করিয়ে দেই–ইসলামের কিতাবে যেমন বলা আছে হত্যার শাস্তি হত্যা, তেমনি ইহুদিনাসারাগো কিতাবে বলা আছে সেই শাস্তি ৭ থেকে ৭৭গুণ পর্যন্ত হইতে পারে। অর্থাৎ মুসলমানদের একটা রকেটের বিনিময়ে ইসরায়েলের ৭৭টা পর্যন্ত বোমা ধর্মমতেই জায়েজ। এবার কান্নাকাটি না করে আস্তিকরা সবাই সবার কিতাবের বাণী মেনে চলুক। গুড লাক!

=======================
আমারও একখান কিতাব আছে
বুকের ভিতর, ভালুবাসায় ভর্তি
বুরখাওয়ালীর চোখে চোখ রেখে বলি–
এসো, ভালুবেসে সঙ্গম উৎসবে মাতি…

Category: চুতরাপাতাTag: ইহুদি, মুসলমান
Previous Post: « ধর্মগ্রন্থর নিয়ম নাকি মানবিক আচরণ
Next Post: আজাণের ধণি – ০২ »

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top